11/14/2024 ক্ষেপণাস্ত্র পাঠাতে জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান পেন্টাগনের
মুনা নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৪ ২২:১৫
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য অপেক্ষা করা অন্য গ্রাহকদের সাথে চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেয়া কঠিন ব্যাপার।
আমেরিকা ইউক্রেনকে একটি অজ্ঞাতসংখ্যক এমজিএম-১৪০ আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম পাঠিয়েছে। কিয়েভ কয়েক মাস ধরে আরো ক্ষেপণাস্ত্র দেয়ার অনুরোধ করছে। সেইসাথে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানার অনুমতি চাইছে।
পেন্টাগন অতিরিক্ত ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধাগ্রস্ত ছিল। তারা বলছে, মস্কো এরইমধ্যে তার মূল্যবান লক্ষ্যবস্তুগুলোকে ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে নিয়ে গেছে। পাশাপাশি আমেরিকান সেনাবাহিনীর মজুদে অল্প সংখ্যক এটিএসিএমএস রয়েছে।
পেন্টাগন প্রধান বলেন, যেসব ক্রেতা আগে ক্ষেপণাস্ত্র অর্ডার করেছে তাদেরকে আগে সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে।
তিনি ইউক্রেনে এটিএসিএমএস সরবরাহের অগ্রাধিকার দেয়ার জন্য জেলেনস্কির সাম্প্রতিক আবেদন প্রত্যাখ্যান করেছেন। অস্টিন জোর দিয়ে বলেন, বিদ্যমান অস্ত্র চুক্তি ভঙ্গ করলে ‘অনেক প্রশ্নের জন্ম দেবে।’
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.