11/14/2024 ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রবাহী জাহাজকে নোঙ্গর করার অনুমতি দেয়নি স্পেন
মুনা নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৪ ২২:০০
ইসরাইলের জন্য সমরাস্ত্র বহন করার কারণে দু’টি আমেরিকান জাহাজকে নোঙ্গর করতে দেয়নি স্পেন। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, নিউইয়র্ক থেকে ৩১ অক্টোবর মায়েরস্ক ডেনভার এবং ৪ নভেম্বর মায়েরস্ক সেলেটার জাহাজ ইসরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এসব জাহাজ যাত্রাবিরতির জন্য অনুমতি চাইলেও সেগুলোকে স্পেনের কোনো বন্দরে নোঙ্গর করতে দেয়া হবে না।
বার্তাসংস্থা মেহরের সূত্রে পার্সটুডে জানিয়েছে, স্পেনের পার্লামেন্ট সদস্য এনরিক স্যান্টিয়েগো এর আগে দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে এক আবেদনে বলেছিলেন যে ইসরাইলগামী দু’টি আমেরিকান মালবাহী জাহাজ যথাক্রমে ৯ ও ১৪ নভেম্বর স্পেনের অ্যালগেসিরাস বন্দর অতিক্রম করবে। এসব জাহাজ যাতে ওই বন্দরে নোঙ্গর করার অনুমতি না পায় স্যান্টিয়েগো সে আবেদন জানান।
এদিকে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটি ফিলিস্তিন ও লেবাননে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক আইনের প্রতিও মাদ্রিদের পরিপূর্ণ আস্থা রয়েছে। এ কারণে ইসরাইলি অস্ত্র কোম্পানিগুলোকে মাদ্রিদ-২০২৫ সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হয়নি।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.