11/09/2024 ওয়াশিংটনের সমর্থনে বিপ্লব করিনি : মাহমুদুর রহমান
মুনা নিউজ ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ১৮:০৬
ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবাদমাধ্যম দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প এলো, না কমলা হ্যারিস এলো তাতে আমাদের কিছু যায় আসে না।
৭ নভেম্বর, বৃহস্পতিবার প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার শক্তিতে বিপ্লব করেছি আমরা। শক্তিশালী ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলার জন্য এই বিপ্লব হয়েছে। ফলে ওয়াশিংটন নির্বাচনে আমাদের কিছু যায় আসবে না।
সংহতি দিবস নিয়ে তিনি বলেন, ১৯৭৫ এর ৭ নভেম্বর আমরা জনতার বিপ্লব দেখেছি, যে অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছিল। সেই অভ্যুত্থানের মাধ্যমে সব বাংলাদেশি প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ লাভ করে।
মাহমুদুর রহমান বলেন, গত ১৬ বছর ধরে স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ আবার ভারতের অধীন হয়ে যায়। সেখান থেকে ছাত্র-জনতা আমাদের উদ্ধার করে, আমরা যেন তাদের অবদান না ভুলি। এই বিপ্লব সবাই চেয়েছে, কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে। আপামর জনতা বিপ্লবের সঙ্গে ছিল।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ’র সম্পাদক হাসান হাফিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন- দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহীউদ্দীন, সাবেক সেনাপ্রধান (অব.) লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন খান প্রমুখ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.