11/21/2024 ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন বাইডেন
মুনা নিউজ ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৭
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের প্রচারণা শিবির বলছে, নির্বাচনের বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছেন তিনি। এ সময় প্রশাসনিক পরিবর্তন নিয়ে আলোচনার জন্য ট্রাম্পকে হোয়াইট হাউজেও আমন্ত্রণ জানান বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই অনুষ্ঠেয় একটি এমন বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি এই আহ্বানের খুবই প্রশংসা করেছেন।’
উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর বাইডেনকে এ ধরণের আমন্ত্রণ জানাননি ট্রাম্প, যেটি ঐতিহ্য বহির্ভূত একটি কাজ ছিল।
প্রেসিড্ন্টে সাধারণত নতুন প্রশাসনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান, নর্থ পোর্টিকোর সিঁড়িতে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানান এবং এর পর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তাদের নিয়ে ইউএস ক্যাপিটলে যান। তবে ২০২১ সালে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প অবশ্য প্রথা অনুযায়ী সেখানে উপস্থিত ছিলেন না।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.