11/09/2024 গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সেই বক্তব্য মনে করিয়ে দিল হামাস
মুনা নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ২২:৩৬
আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হতেই ফিলিস্তিনের গাজা যুদ্ধ নিয়ে তার বক্তব্য মনে করিয়ে দিল সেখানকার শাসক গোষ্ঠী হামাস। ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে কয়েক ঘণ্টার মধ্যে গাজা বন্ধ করবেন তিনি। এবার তার সেই বক্তব্যকেই স্মরণ করিয়ে দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কয়েক ঘণ্টার মধ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে ট্রাম্প অতীতে যে বক্তব্য দিয়েছেন তা এখন পরীক্ষা করা হবে।
তিনি বলেন, “আমরা ট্রাম্পকে (প্রেসিডেন্ট জো) বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অন্যদিকে, “হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন, জায়নবাদী সত্তার প্রতি (যুক্তরাষ্ট্রের) এই অন্ধ সমর্থনের অবসান হওয়া উচিত। কারণ এই বিষয়টি আমাদের জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিনিময়ে আসে।”
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন- তিনি (ট্রাম্প) চান যে তিনি নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে ফিরে আসার আগেই গাজা যুদ্ধের সমাপ্তি দেখতে চান।
এছাড়া নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, পুনরায় নির্বাচিত হলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ‘২৪ ঘণ্টার মধ্যে’ বন্ধ করবেন তিনি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আল-আরাবিয়া
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.