11/09/2024 ট্রাম্পের জয়ে বাড়ছে ডলার-বিটকয়েনের দাম, কমছে তেল ও স্বর্ণের
মুনা নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ২২:২৬
প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। এদিকে তার এই জয়ের খবরে বিশ্ববাজারে বাড়ছে ডলার ও কিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। অন্যদিকে স্বর্ণ ও অপরিশোধিত তেলের দাম কমেছে।
রয়টার্সের প্রতিবেদন মতে, ৬ নভেম্বর, বুধবার প্রতি আউন্স সোনার দাম দেড় শতাংশ কমে ২৭০৩.৯৩ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহেই এই দাম রেকর্ড করেছিল, দাম উঠেছিল ২৭৯০.১৫ ডলারে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১.১৭ ডলার কমে ৭০.৮২ ডলারে দাঁড়িয়েছে।
বিপরীতে বেড়েছে আমেরিকান ডলার ও বিটকয়েনের র মূল্য। শুধু ডলার নয়, দাম বেড়েছে। বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলারের দাম ১.৫ শতাংশ। এর মধ্যে রয়েছে পাউন্ড, ইউরো ও জাপানের ইয়েন। তাছাড়া বিটকয়েনের দাম ছয় হাজার ডলার বেড়ে রেকর্ড ৭৫ হাজার ৩৭১.৬৯ ডলারে দাঁড়িয়েছে।
নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। বুধবার সকালে জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।
বিনিয়োগ সংস্থা কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘আমরা বিশ্ববাজারজুড়ে কিছু ওঠানামা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমেরিকান ডলার এবং চীনা স্টকগুলো প্রধান উদাহরণ।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.