11/25/2024 কংগ্রেসে দুই মুসলিম নারীর বাজিমাত
মুনা নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ২১:৩২
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নারীদের প্রেসিডেন্ট না হওয়ার যে ইতিহাস তা নতুন করে লেখার সুযোগ আবারও ব্যর্থ হলো। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হারলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট শিবির থেকে পুনরায় নির্বাচিত হলেন দুই মুসলিম নারী। তারা হলেন ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও সোমালীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইলহান উমর। খবর আল জাজিরার।
রাশিদা তালিব ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী, যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন। তিনি মঙ্গলবার ডিয়ারবর্নের আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগান থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ইলহান ওমর মিনেসোটা থেকে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। এ রাজ্যের ৫ম ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত মিনিয়াপলিস এবং এর আশেপাশের এলাকাগুলোর প্রতিনিধি ইলহান ওমর।
ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অন্যতম প্রধান সমালোচক হলেন রাশিদা তালিব। তিনি শুরুতে প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় থাকলেও পরে রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে ডিয়ারবর্ন ও ডেট্রয়েট থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। রাশিদা-ইলহান দুজনই আইনপ্রণেতাদের একটি গোষ্ঠী ‘দ্য স্কোয়াড’ এর সদস্য। এই সংগঠনে আলেকজান্দ্রা ওকাসিও-কর্তেজসহ অন্যান্য প্রগতিশীল কংগ্রেস সদস্যরাও রয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.