11/09/2024 উত্তরপ্রদেশে মাদরাসা শিক্ষা সাংবিধানিক ও সম্পূর্ণ বৈধ: সুপ্রিম কোর্ট
মুনা নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ২২:০১
উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষা আইন ‘অসাংবিধানিক’ বলে বাতিল করেছিল ইলাহাবাদ হাইকোর্ট। তবে হাইকোর্টের সেই নির্দেশ ৫ নভেম্বর, মঙ্গলবার খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষা আইন বৈধ। একই সঙ্গে আদালত এই আইনকে ‘সাংবিধানিক’ বলেও উল্লেখ করে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে উত্তরপ্রদেশে মাদরাসা চালু রাখতে আর বাধা রইল না।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষা আইন সংক্রান্ত মামলার রায় ছিল। রায় দেয়ার সময় প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আদালত মাদারাসা শিক্ষা আইনের বৈধতা বহাল রাখছে। এই আইন সাংবিধানিক।
সুপ্রিম কোর্ট রায়ে আরও জানায়, মাদরাসা আইনে কিছু ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায়, তা অসাংবিধানিক হতে পারে না। তবে এই আইনের অধীনে ‘ফাজিল’ এবং ‘কামিল’ ডিগ্রিপ্রদান অসাংবিধানিক। কারণ, এই সংশ্লিষ্ট বিধান ইউজিসি গাইডলাইনের পরিপন্থী।
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৪ সালে ‘উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ড শিক্ষা আইন’ কার্যকর হয়েছিল। কিন্তু যোগী আদিত্যনাথ সরকারে আসার পরই রাজ্যের মাদরাসাগুলো নিয়ে এক সমীক্ষা শুরু করে। মাদরাসাগুলোতে কোনো বিদেশি অনুদান আসছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে সমীক্ষা করে। একই সঙ্গে রাজ্য সরকার মাদরাসা শিক্ষাকে ‘মূল শিক্ষাব্যবস্থা’র অন্তর্ভুক্ত করার কাজও করে। সেই আবহেই মাদরাসা শিক্ষা আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ইলাহাবাদ হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
গত মার্চ মাসে আবেদনকারীর আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট মাদরাসা শিক্ষা আইনকে ‘অসাংবিধানিক এবং ধর্মনিরপেক্ষতার আদর্শের পরিপন্থী’ বলে বাতিল করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। মঙ্গলবার সেই মামলায় রায়ে মাদরাসার পুরনো আইনকে ‘বৈধ’ বলল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য সরকার মাদরাসাগুলোর শিক্ষার মান নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ করতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.