04/19/2025 ঢাকায় আয়নাঘরের চেয়েও ভয়াবহ’ ৮টি গোপন কারাগারের সন্ধান
মুনা নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ২০:০৯
বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর ৮টি গোপন কারাগারের সন্ধান পেয়েছে। এই কারাগারগুলিতে বন্দিদের ওপর বছরের পর বছর ধরে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৫ নবেম্বর মঙ্গলবার বাংলাদেশের গুলশানে এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘আয়নাঘরের চেয়েও ভয়াবহ ৮টি গোপন কারাগারের সন্ধান পাওয়া গেছে।’
তিনি জানান, এ পর্যন্ত গুমের প্রায় ১,৬০০টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং ৪০০টি অভিযোগ তদন্তাধীন রয়েছে।
এর মধ্যে র্যাবের বিরুদ্ধে ১৭২টি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বিরুদ্ধে ৩৭টি, গোয়েন্দা শাখার (ডিবি) বিরুদ্ধে ৫৫টি, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) বিরুদ্ধে ২৬টি, পুলিশের বিরুদ্ধে ২৫টি এবং অন্যান্যদের বিরুদ্ধে ৬৮টি অভিযোগ রয়েছে।
কমিশনের প্রধান আরও জানান, গুমের শিকার ২০০ জনেরও বেশি ব্যক্তির সন্ধান এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য গত ২৭ আগস্ট সরকার পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করে।
২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুমের ঘটনা তদন্ত, গুম হওয়া ব্যক্তিদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে তারা গুম হয়েছেন তা নির্ধারণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.