11/24/2024 বাংলাদেশের মোংলা বন্দরে চীনা পতাকাবাহী কয়লার জাহাজ
মুনা নিউজ ডেস্ক
১০ জুন ২০২৩ ০৯:০৪
চীনা পতাকাবাহী জাহাজ বাংলাদেশের বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে দেশটির মোংলা বন্দরে পৌঁছেছে।১০ জুন শনিবার স্থানীয় সময় ভোর ৫টায় জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন এমভি জে হ্যায় জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক।
তিনি বলেন, ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে চীনা পতাকাবাহী জাহাজটি বাংলাদেশে ভোর ৫টায় মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বর্তমানে জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ চলছে।
গত ২১, মে রবিবার ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে জাহাজটি ছাড়ে। এর আগে বাংলাদেশের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য গেলো ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টিতে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলায় পৌঁছায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.