11/09/2024 সৌদি আরবে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত, শিলাতে ঢেকে যাচ্ছে মরুভূমি
মুনা নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৪ ১৬:০৯
সৌদি আরবে টানা বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট। এতে নাগরিকদের সাবধানে থাকার উপদেশ দেওয়া হয়েছে।
উত্তর সীমান্ত অঞ্চলে ২ নভেম্বর শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। বিশেষ করে রাফা গভর্নরেট ও এর আশেপাশের এলাকাগুলোতে।
ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে।
তাছাড়া রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক ও আল জাওফেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে উত্তরাঞ্চলের আল জুফের এলাকা বরফের চাদরে ঢেকে গেছে। শুক্রবার থেকে সেখানে বরফ পড়া শুরু করে।
সাকাকা সিটি ও দুমাত আল জান্দালোতেও শিলাবৃষ্টি হচ্ছে। বসন্তের সময় এখানে নানা ধরনের ফুল ফোটে। তবে এখন এই জায়গায়টিতে অস্বাভাবিক শীতের দৃশ্য দেখা যাচ্ছে।
গত বুধবার থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিতে আল জউফের বিভিন্ন অংশে প্রভাব পড়েছে।
সূত্র: গালফ নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.