11/09/2024 তুরস্কে ভিড়ল ইসরায়েলি জাহাজ, প্রতিবাদে চলল গুলি
মুনা নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৪ ১৮:১৪
তুরস্কের ইস্তাম্বুলের আমবারলি বন্দরে ইসরায়েলের একটি জাহাজ ভিড়েছে। এরপর এ ঘটনায় প্রতিবাদ জানাতে সেখানে মানুষজন জড়ো হয়। তখন তারা জায়নবাদের বিরুদ্ধে স্লোগান দেয়। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার রাতে যখন ওই বিক্ষোভকারীরা বন্দরে জড়ো হন, তখন সেখানে গুলির ঘটনা ঘটে। ২ নভেম্বর, শনিবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তারা, সতর্ক করতে এই গুলি ছোড়ে। মরমর সাগরের উত্তরাঞ্চলীয় উপকূলে ওই বন্দরের অবস্থান। বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা দোলাতে থাকে। এ সময় হাইফাগামী কন্টেইনারগুলো আটকে দেয় তারা।
এ ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। বিক্ষোভকারীরা জানায়, এসব কন্টেইনার ইসরায়েল যাচ্ছে। আমরা এগুলো আটকে দিয়েছি। এগুলো আমরা যেতে দেব না। কন্টেইনারের গায়ে হাইফা, ইসরায়েল লেখা রয়েছে বলেও জানান তারা।
বিক্ষোভকারীরা কন্টেইনার আটকেই রাস্তায় নানা স্লোগান দিতে থাকে। জায়নবাদীদের সঙ্গে ব্যবসা করা মানবতার প্রতি অপমান বলেও স্লোগান দিতে শোনা যায় তাদের।
গেল বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর তেল আবিবের সঙ্গে আঙ্কারার সম্পর্কে অবনতি ঘটে। এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নও করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তবে ইস্তাম্বুলেরই একটি বন্দরে ইসরায়েলি জাহাজ ভেড়ায় অবাক সবাই।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.