11/22/2024 ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকি ইরানের
মুনা নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৪ ১৭:৪৮
ইসরায়েলি হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২ নভেম্বর শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান ও তার মিত্রদের ওপর যে হামলা, উভয়ের জন্যই বদলা নেবে তেহরান।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক—উভয় শত্রুদের জানা উচিত যে তারা অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে। গত ২৬ অক্টোবর ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে চারজন নিহত হন। এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে নিশানা করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর বদলা হিসেবে ২৬ অক্টোবর ইরানে হামলা চালানোর কথা জানায় ইসরায়েল।
২৬ অক্টোবরের হামলার কোনো জবাব দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে ইরানকে সতর্ক করে দিয়েছে ইসরায়েল।
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে ইরানের কাছ থেকে এমন হুমকি এল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ইসরায়েলের অস্ত্রের প্রধান সরবরাহকারীও যুক্তরাষ্ট্র।
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের রাজনৈতিক-সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি হামলা চলছিল। তবে এক মাসের বেশি সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা লেবাননে স্থল অভিযানও চালাচ্ছে। গাজাভিত্তিক ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও লেবাননের হিজবুল্লাহ উভয়ে ইরানের মিত্র।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.