11/25/2024 জাতীয় পর্যায়ে এগিয়ে কমলা, ‘ব্যাটলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যে ট্রাম্প : জরিপ
মুনা নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের আর মাত্র তিন দিন বাকি। সময় যতই ঘনিয়ে আসছে, জিজ্ঞাসা ততই বাড়ছে—কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। সম্প্রতি ৩১ অক্টোবরের আগের ১০ দিন একটি জরিপ পরিচালনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জরিপে দেখা গেছে, জাতীয় পর্যায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত সাতটি অঙ্গরাজ্যের তিনটিতেই এগিয়ে ট্রাম্প।
জরিপ অনুসারে, জাতীয় পর্যায়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৪৮ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন। যেখানে কমলা হ্যারিসের চেয়ে ১ পয়েন্ট কম পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁকে বেছে নিয়েছেন উত্তরদাতা ভোটারদের ৪৭ শতাংশ।
ব্যাটলগ্রাউন্ড স্টেটস বা যেসব অঙ্গরাজ্য এবারের নির্বাচনে ব্যবধান গড়ে দেবে বলে ধারণা করা হচ্ছে, সেগুলোর মধ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন চারটিতে। আর কমলা হ্যারিস এগিয়ে আছেন মাত্র তিনটি। বাকি দুটি অঙ্গরাজ্যে দুই প্রার্থীই সমানে সমান।
জরিপে উইসকনসিনের ভোটারদের মধ্যে ৪৯ শতাংশ উত্তরদাতা ভোটার বেছে নিয়েছেন ট্রাম্পকে। যেখানে কমলা হ্যারিস ২ পয়েন্ট পিছিয়ে পেয়েছেন ৪৭ শতাংশ ভোটারের সমর্থন। একই ফলাফল দেখা গেছে অপর অঙ্গরাজ্য জর্জিয়াতেও। অর্থাৎ, এই অঙ্গরাজ্যেও ট্রাম্প ২ পয়েন্ট এগিয়ে। এ ছাড়া, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ৪৮ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন পেয়েছেন কমলা। আর ৪৯ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন ট্রাম্প।
কমলা হ্যারিস যে দুটি অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে সেগুলো হলো—উইসকনসিন ও মিশিগান। এই দুই অঙ্গরাজ্যেই কমলা হ্যারিস ৪৯ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন পেয়েছেন। বিপরীতে এই ২ অঙ্গরাজ্যেই কমলার চেয়ে ২ পয়েন্ট কম, অর্থাৎ ৪৭ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন পেয়েছেন ট্রাম্প।
এ ছাড়া, নেভাদা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুই প্রার্থীই সমান সমান ভোটারের সমর্থন পেয়েছেন। এই দুই অঙ্গরাজ্যে দুজনই ৪৮ শতাংশ উত্তরদাতা ভোটারের সমর্থন পেয়েছেন। নেভাদায় উভয় প্রার্থীর সমর্থনে কোনো পরিবর্তন আসেনি বিগত ১০ দিনে। তবে পেনসিলভানিয়ায় কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে ১ পয়েন্ট বেশি সমর্থন পেয়েছেন, বিগত ১০ দিন আগের তুলনায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.