11/22/2024 হঠাৎ বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের পোস্ট
মুনা নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ১৩:৪৭
হঠাৎ বাংলাদশ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে মাইক্রো ব্লগিং সাইটের নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে কড়া সমালোচনা করেন তিনি।
পোষ্টে ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অপর সংখ্যালঘুদের ওপর নৃশংস সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা হামলা ও লুটপাটের মতো ঘটনার শিকার হচ্ছেন।
ট্রাম্প আরও লিখেছেন,আমি নেতৃত্বে থাকলে এ ধরনের ঘটনা কখনোই ঘটতে পারত না। কমলা ও জো বাইডেন বিশ্বব্যাপী ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপেক্ষা করে যাচ্ছেন। ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছেন। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী করে তুলব এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব।
সাবেক এই প্রেসিডেন্ট লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রে হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করব, যাতে চরম বামপন্থিদের ধর্মবিরোধী এজেন্ডা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে। আমার প্রশাসনের অধীনে, আমরা ভারত ও আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করব।
কমলা হ্যারিসের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি লিখেছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও উচ্চ করের কারণে ছোট ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়বে। আমি কর হ্রাস করেছি, নিয়ন্ত্রণ কমিয়েছি, আমেরিকার জ্বালানির উৎপাদন বাড়িয়েছি এবং ইতিহাসের অন্যতম সেরা অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটিকে আরও বড় ও শক্তিশালী করে আবারও সেই অবস্থানে নিয়ে যাব এবং আমেরিকাকে মহান করব।
হিন্দুদের ধর্মীয় উৎসব দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে তিনি একই পোস্টে লিখেছেন, সবার দিওয়ালি শুভ হোক। এই আলোর উৎসব ন্যায়-অন্যায়ের যুদ্ধে ন্যায়ের বিজয় বয়ে আনুক।
এদিকে নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যে এক্স-এ ডোনাল্ড ট্রাম্পের পোস্টে আবারও বাংলাদেশ নিয়ে তার ভাবনার চিত্র ফুটে উঠেছে বলেও অনেকে মন্তব্য করছেন ।
কেউ কেউ বলছেন, বিশেষ করে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে হিলারী ক্লিনটনসহ ডেমোক্র্যাটদের সম্পর্ক রয়েছে। এর বিপরীতে ট্রাম্পের সঙ্গে রয়েছে ভারত এবং মোদির সম্পর্ক। আর এসব নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ।
আবার কেউ কেউ মনে করছেন, হিন্দু ভোট টানার জন্যই ট্রাম্প অনেকটা নাটকীয়ভাবে এক্স-এ ওই পোস্ট দিয়েছেন। তার ভয় হচ্ছে, বেশিরভাগ হিন্দু ভোট ভারতীয় বংশোদ্ভূত কমালা হ্যারিসের পক্ষে চলে যেতে পারে। কোনো ভাষ্যকার অবশ্য বলছেন, এর পেছনে লবিস্ট ফার্মসহ পতিতদের হাত থাকলেও থাকতে পারে।
উল্লেখ্য, ধারণা করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও হিন্দু ভোটারদের ভোট টানতে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে। তাদের এই অভিযোগকে সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে ট্রাম্পের পোস্টে।
এছাড়াও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয় লাভ করলে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি কী হবে তা অনেকটাই ধারণা করা যায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.