11/22/2024 বাংলাদেশি পর্যটকদের দেখা নেই কলকাতায়, উৎসবে ক্ষতি গুণছে ব্যবসায়ীরা
মুনা নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১৭:৪৬
কলকাতাসহ পশ্চিমবঙ্গ জুড়েই চলছে দীপাবলি উৎসব। কলকাতার অলি-গলি, বাড়ির ছাদ সেজে উঠেছে নিয়ন আলোয়। এমনকি কলকাতার এক টুকরো ছোট্ট বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেট চত্বরও উৎসবের আমেজে সেজে উঠেছে। কিন্তু চলতি বছরের দীপাবলি উৎসবেও চরম ক্ষতির মুখে পড়েছেন কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা।
প্রতি বছরের মতো এই দীপাবলীর সময় কলকাতায় প্রচুর বাংলাদেশি পর্যটক ভিড় জমায়। কিন্তু এবারের দীপাবলি উৎসবের চিত্র বেশ ভিন্ন। পূজার মৌসুমে জুলাই মাস থেকেই কলকাতার হোটেলগুলোতে বুকিং দেওয়া শুরু করে দেন বাংলাদেশি পর্যটকরা। কিন্তু চলতি বছরের পূজার মৌসুমে দেখা নেই কোন বাংলাদেশি পর্যটকের।
এই মুহূর্তে যে কয়েকজন বাংলাদেশি পর্যটক কলকাতায় অবস্থান করছেন তারা প্রায় সবাই চিকিৎসার জন্যই এসেছেন। আর তারা ভারতে এসেছেন তাদের আগে করানো পুরোনো ভিসায়।
কলকাতা অথবা চেন্নাইয়ে চিকিৎসা করাতে এসে বাংলাদেশি পর্যটকরা ভ্রমণ করার সময় পান না। ফলে কলকাতার নিউমার্কেটের হোটেল ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সিগুলো এক প্রকার মাথায় হাত বলা যায়।
কলকাতার নিউমার্কেট চত্বরে যারা বিমান ও ট্রেনের রিজার্ভেশনের টিকিট বিক্রি করে কমিশনের ওপর নির্ভর করে তারাও অনেকেই ব্যবসা বন্ধ করার মুখে।
এছাড়াও নিউ মার্কেট চত্বরের ফুটপাতে ছোট ছোট ব্যবসায়ীরাও নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। কিন্তু বাংলাদেশি পর্যটকদের অভাবে তাদের ব্যবসাও বন্ধের মুখে।
এই বিশাল ক্ষতি শুধুমাত্র বাংলাদেশী পর্যটকদের অভাবে। বাংলাদেশি পর্যটক না থাকায় চরম লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীরা।
ভারতীয় ভিসার জটিলতার কারনে কলকাতায় দেখা নেই বাংলাদেশি পর্যটকদের- এমনটাই মনে করছেন নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীরা।
কলকাতার মার্কোস্ট্রিটের হোটেল ব্যবসায়ী মনোতোষ সরকার বলেন, একটি হোটেলের বিদ্যুৎ খরচ, কর্মচারীদের বেতন, হোটেলের রক্ষণাবেক্ষণের খরচ সবমিলিয়ে প্রতিমাসে প্রায় ৩ লাখ রুপি খরচ হয়। অনেক সময় দেখা যায় এই খরচের পরিমাণটাও অনেক বেড়ে যায়। কিন্তু এখন এই পরিস্থিতিতে সেই সব খরচের রুপি নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে।
মনোতোষ সরকার আরও বলেন, আমাদের এখানকার ব্যবসা পুরোটাই নির্ভর করে বাংলাদেশি অতিথিদের ওপর। এখন কিছু ভিসার জটিলতার কারনে এই মুহূর্তে বাংলাদেশি পর্যটকের সংখ্যা অনেকটাই কম। তবে আশা করছি এই সমস্যা খুব দ্রুত মিটে যাবে।
কলকাতার মার্কোস্ট্রিটের বাংলাদেশি রসনাতৃপ্তির খাবারের হোটেলগুলোও নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। সেখানকার একটি হোটেলের মালিক বলেন, আমাদের এই অঞ্চলের বেশিরভাগ খাবারের হোটেলগুলোতে পাওয়া যায় বাংলাদেশি খাবার। পুরোটাই নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। কিন্তু এই মুহূর্তে কোনো বাংলাদেশি পর্যটক নেই। রাঁধুনি এবং কর্মচারীদের বেতন নিজের পকেট থেকে দিতে হচ্ছে। জানিনা কতদিন এভাবে চলবে। তবে আশা রাখছি ভিসা সমস্যা দ্রুত সমাধান হবে।
কলকাতা নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীরা পুরোটাই নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর। আগে প্রতিদিন এই চত্বরে লাখ লাখ বাংলাদেশি পর্যটকের আনাগোনা ছিল। পূজার মৌসুমে এই সংখ্যা আরও বাড়ে। এই বিশাল অঞ্চলে বর্তমানে মাত্র প্রায় ১ হাজার ৬০০শ পর্যটক রয়েছে। তবুও তারা উন্নত চিকিৎসার জন্য এখানে এসেছেন।
তাই কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীরা আশা করছেন যে, দ্রুত ভিসার জটিলতা মিটে যাবে এবং আবারও বাংলাদেশি পর্যটকদে আনাগোনা বাড়বে কলকাতার এই ছোট্ট একটুরো বাংলাদেশে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.