11/28/2024 তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল
মুনা নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১৬:২৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন বাংলাদেশ হাইকোর্ট।
৩১ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ দু’পক্ষের আইনজীবীদের শুনানি শেষে রুল নিষ্পত্তি করে মামলা দুটি বাতিল করে দেন।
মামলার অভিযোগে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেখানো, প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন।
২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি মিললে সেই বছরের ৮ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় দায়ের করা হয় মামলাটি।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরে সরকারের অনুমতি না নেয়ায় মামলাটি বাতিল করেন হাইকোর্ট। এই মামলায় আবদুস সালাম গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দি থেকেছেন। তবে মামলায় তারেক রহমান কোন আবেদন করেনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.