11/22/2024 বাংলাদেশের ৬ মেডিক্যাল কলেজ বাদ গেল মুজিব-হাসিনার নাম
মুনা নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১৬:২১
বাংলাদেশের মোট ছয়টি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
এর মধ্যে তিনটি মেডিক্যাল কলেজের নামের সাথে যুক্ত ছিল দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
৩০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মূলত ব্যক্তি নাম বাদ দিয়ে মেডিক্যাল কলেজগুলোর নাম স্ব স্ব জেলার নামে নামকরণ করার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
যেসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর’ এর নাম বদলে করা হয়েছে ‘জামালপুর মেডিক্যাল কলেজ’।
‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল’-এর বর্তমান নামকরণ করা হয়েছে ‘টাঙ্গাইল মেডিক্যাল কলেজ’।
এদিকে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর’-এর বর্তমান নাম ‘ফরিদপুর মেডিক্যাল কলেজ’।
এছাড়াও, ‘কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ’কে ‘মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ’, ‘আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী’ নাম ‘নোয়াখালী মেডিক্যাল কলেজ’ এবং ‘এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর’-এর নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ’ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.