11/25/2024 স্ত্রীকে একা রেখে মরতে চান না, অতঃপর দুবার হত্যাচেষ্টা
মুনা নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১৫:৩৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মেরিয়ন কাউন্টিতে বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যাচেষ্টার অভিযোগ স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী। এ বিষয়ে মেরিয়ন কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামী হেলমুট লকনারকে ২৬ অক্টোবর গ্রেফতার করা হয়েছে।
তাঁর স্ত্রী অভিযোগ করেছিলেন, কিছুদিন আগে তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করেছিলেন লকনার। এ ঘটনার দুই সপ্তাহ পর স্বামী তাঁকে আবারও দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছেন।
এ বিষয়ে তদন্তকারীদের লকনার জানান, স্ত্রীকে হত্যার পর একই দড়ি দিয়ে তিনি নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। কারণ বয়স হয়ে যাওয়ায় হয়তো শিগগির তিনি মারা যাবেন, এ অবস্থায় তিনি তাঁর স্ত্রীকে একা ছেড়ে যেতে চান না।
নিউইয়র্কভিত্তিক এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার হত্যাচেষ্টার পর একই কথা স্ত্রীকেও জানিয়েছিলেন লকনার। সেবার তাই স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি। ভেবেছিলেন, হয়তো এমন ঘটনা আর ঘটবে না।
এদিকে ২৬ অক্টোবর স্ত্রীকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা চালান লকনার। সে সময় একটি চেয়ারে বসে টেলিভিশন দেখছিলেন তাঁর স্ত্রী। পরে পেছন দিক থেকে স্ত্রীর গলায় একটি দড়ি পেঁচিয়ে ধরেন তিনি।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, দড়ি পেঁচিয়ে লকনার যখন শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন, তখন তাঁর স্ত্রীও পাল্টা লড়াই শুরু করেন। একপর্যায়ে দড়ির ভেতর তিনি তাঁর হাত ঢুকিয়ে দিতে সক্ষম হন। এভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালান লকনারের স্ত্রী। পরে তিনি ৯১১ নম্বরে কল করে পুলিশকে জানান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.