04/04/2025 আফগানিস্তানের হেরাতের পাবলিক লাইব্রেরী পুনরায় চালু করল তুরস্ক
মুনা নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪ ২২:২১
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত প্রদেশের পাবলিক পাঠাগারটি পুনরায় চালু করা হয়েছে। এক্ষেত্রে সর্বাত্মক অবদান রেখেছে তুরস্কের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ‘টিকা।’ একই সঙ্গে তুরস্কের ভ্রমণ ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠাগারটিতে আরো ২ হাজার নতুন গ্রন্থ সংযুক্ত করা হয়েছে।
২৯ অক্টোবর, মঙ্গলবার আফগানিস্তানের তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ১ হাজার গ্রন্থ পাঠাগারটিতে সংযুক্ত করা হয়েছে। বাকি ১ হাজার গ্রন্থ খুব শীঘ্রই সংযুক্ত করা হবে।
এ বিষয়ে হেরাত পাবলিক লাইব্রেরির পরিচালক মোস্তফা হাক্কানি বলেন, “তুরস্ক আমাদের বন্ধু প্রতিম দেশ। তাদের দেওয়া বইগুলো আমাদের পাঠাগারের ভাষা বিভাগকে আরো বেশি সমৃদ্ধশালী করতে সাহায্য করবে।”
তুরস্কের সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি মুহাম্মাদ নূরী বলেন, উপহার দেওয়া এসব গ্রন্থর মধ্যে ধর্মীয়, দর্শন, ভাষা ও সাহিত্য, মনোবিজ্ঞান, ছোটদের ভাষা শিক্ষাসহ বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের সবচেয়ে পুরনো পাঠাগারের মধ্যে অন্যতম হেরাতের এই পাবলিক লাইব্রেরীটি। এখানে প্রায় ৩৫ হাজারেরও বেশি গ্রন্থ রয়েছে। প্রতিদিন কয়েক শত নারী ও পুরুষ গবেষণা ও পড়াশোনার জন্য লাইব্রেরীতে আসেন।
সূত্র: তোলো নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.