11/25/2024 ইসলামের মূলনীতিতে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ সাইবেরিয়ান যুবকের
মুনা নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৫:১৬
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সফররত অবস্থায় মসজিদে নববীর ইমাম শেখ ড. সালাহ আল-বুদাইরের সান্নিধ্যে এসে ইসলাম গ্রহণ করেছেন সাইবেরিয়ার এক যুবক। ইসলামের সহনশীলতা ও ভালবাসার মূলনীতি শুনে মুগ্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় ইমাম আল-বুদাইরের সঙ্গে সাক্ষাৎ করে এই যুবক ইসলাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। জবাবে ইমাম তাকে ইসলামের নীতিমালা বুঝিয়ে বলেন। এরপর ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তিনি।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর প্রেসিডেন্সির সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ইমাম আল-বুদাইর নব-मुस्लिमকে কালেমায়ে শাহাদাত পাঠ করাচ্ছেন এবং নামাজ, কুরআন পাঠসহ ইসলামের দৈনন্দিন দায়িত্ব পালন সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।
এছাড়াও ইমাম আল-বুদাইর তাকে ইসলামিক জ্ঞান আহরণের জন্য কিছু বই উপহার দেন এবং সত্যের পথে অবিচল থাকার জন্য দোয়া করেন।
এদিকে, সফরকালে ইসলামিক ইউনিভার্সিটি অব কিরগিজিস্তান কর্তৃপক্ষ ইমাম আল বুদাইরকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে জানা যায়, ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইমাম আল-বুদাইর কিরগিজস্তান সফর করেন। সেখানে তিনি বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.