11/22/2024 ২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা আরব আমিরাতের
মুনা নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৫:১০
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছে। ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। ২৮ অক্টোবর, সোমবার দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, , সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০২৫ সালের রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে ২৮ ফেব্রুয়ারি। সে হিসেবে রমজান শুরু হতে পারে ১ মার্চ। তবে চূড়ান্তভাবে এটি নির্ভর করছে চাঁদ দেখার ওপরই।
সোসাইটির বরাত দিয়ে গালফ নিউজের খবরে বলা হয়, পবিত্র রমজান মাস শুরু আর বাকি মাত্র চার মাস। এখন চলছে হিজরী রবিউস সানী মাস। পরের মাস অর্থাৎ জমাদিউল আউয়ালের চাঁদ দেখার ওপর অনেকটাই নির্ভর করছে রোজা শুরুর সময়। আগামী ৩ নভেম্বর হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই অনেকটা নিশ্চিত হওয়া যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।
চন্দ্রবর্ষের চূড়ান্ত হিসেব চাঁদ দেখার ওপরই নির্ভরশীল। তবে কয়েকবছর ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রযুক্তির সাহায্যে আগেই রোজা, ঈদ, হজের তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে। প্রায় সময়ই এগুলো সঠিক প্রমাণিত হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.