04/10/2025 আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন
মুনা নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৪:২০
আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্টেটে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। নিবন্ধিত ভোটারদের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক নেতারাও আগাম ভোট দেওয়া শুরু করেছেন। এর থেকে বাদ পড়েননি প্রেসিডেন্ট জো বাইডেনও। ২৮ অক্টোবর, সোমবার ডেলাওয়ারে আগাম ভোট দিয়েছেন তিনি। খবর সিএনএন।
সোমবার বাইডেনকে ডেলাওয়ারে একটি ভোটকেন্দ্রে দেখা যায়। সেখানেই তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। গত জুলাইতে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন বাইডেন। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়।
বাইডেন বলেছেন, কমলা ও আমি মিলে আমাদের আরও অনেক কাজ করার আছে। ভোট দেওয়ার পর বাইডেনকে জিজ্ঞেস করা হয় কমলা জিতবেন কিনা? এর জবাবে বাইডেন বলেছেন, আমি মনে করি আমরা জিতব।
এদিকে নির্বাচন ৫ নভেম্বর হলেও ইতোমধ্যে ৪০টির মতো অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ চলছে। এরইমধ্যে ৩ কোটি ২০ লাখ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগাম ভোট দেওয়া মানুষদের কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে আগাম ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিনেই এসব অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক ভোট পড়তে গেছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে বা সশরীর গিয়ে আগাম ভোট, নির্বাচনের দিন ভোট বা এ তিনটি উপায়ে সমন্বিত ভোট সব ধরনের পদ্ধতিই রয়েছে অঙ্গরাজ্যগুলোয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.