11/22/2024 বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
মুনা নিউজ ডেস্ক
৯ জুন ২০২৩ ১০:২৫
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ায় যুক্তরাজ্য সবশেষ দেশটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করল। খবর আরব নিউজের।
৮জুন, বৃহস্পতিবার রুশ মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা জানিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এ নিষেধাজ্ঞায় দেশটির রপ্তানিতে খড়গ বসবে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য বেলারুশ থেকে সোনা, সিমেন্ট, কাঠ এবং রাবার আমদানি নিষিদ্ধ করছে। একই সঙ্গে রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন পণ্য, প্রযুক্তি এবং উপকরণের পাশাপাশি ব্যাংকনোট এবং যন্ত্রপাতি দেশটিতে রপ্তানি বন্ধ করছে যুক্তরাজ্য।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরু করে। এর পর থেকে পশ্চিমা দেশগুলো মস্কো এবং তার প্রতিবেশী বেলারুশের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নতুন এ পদক্ষেপের মাধ্যমে বেলারুশিয়ান মিডিয়া সংস্থাগুলো ইন্টারনেটসহ যুক্তরাজ্যে প্রোপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত রাখবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এনিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভার্লি বলেন, নতুন এ প্যাকেজ লুকাশেঙ্কো এবং তার শাসনের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে। এ আর্থিক ব্যবস্থার ওপর নির্ভর করে লুকাশেঙ্কো রাশিয়াকে সাহায্য করে যাচ্ছে, যা সক্রিয়ভাবে রাশিয়ান যুদ্ধের প্রচেষ্টাকে সহজতর করছে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে উপেক্ষা করছে।
তিনি আরও বলেছেন, ইউক্রেনের প্রতি তাদের সমর্থন যতদিন লাগবে, ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। যুক্তরাজ্য পুতিনের যুদ্ধের প্রতি সমর্থনকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্কো বেলারুশ শাসন করছেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ শুক্রবার পর্যন্ত টানা ৪৭১ দিনের মতো চলছে দেশ দুইটির যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
সূত্র : আরব নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.