11/23/2024 হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু
মুনা নিউজ ডেস্ক
৯ জুন ২০২৩ ০৯:২৮
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে উঠেছে। ৭ জুন, বুধবার স্থানীয় সময় সকাল থেকেই আগ্নেয়গিরিটির লাভা উদগীরণ শুরু হয়। সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এটি বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি।
এরই মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জের সবচেয়ে সক্রিয় এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত লোকালয়ে ছড়িয়ে পড়েছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন।
হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, ‘অগ্নুৎপাতের শুরুর পর্যায়গুলো বেশ গতিশীল। ওয়েবক্যামের ছবিগুলো থেকে দেখা গেছে হালেমাউমাউ ফাটলের গোঁড়ার মেঝেতে লাভা প্রবাহ তৈরি হয়েছে।’
হাওয়াই কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই এটি ভয়াবহ রূপ নিতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে কিলাউয়ার লাভা উদগিরণ শুরু হয়। সেসময় আগুন ছড়িয়ে পড়ে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের আশপাশের ন্যাশনাল পার্কে। আগুনের লেলিহান শিখায় ওই অঞ্চলের বেশ কিছু বাড়িঘর ও ফসলি জমি নষ্ট হয়।
এর আগে ২০১৯ সালেও কিলাউয়া আগ্নেয়গিরি ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। ভয়ঙ্কর এই আগ্নেয়গিরিতে ১৯৫২ সালের পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৫ বার অগ্ন্যুৎপাত হয়েছে।
সূত্র : সিএনএন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.