11/22/2024 অক্টোবরের প্রথমার্ধে ট্রাম্পের প্রচারে ৪ কোটি ৪০ লাখ ডলার দিয়েছেন ইলন মাস্ক
মুনা নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪ ১৮:১৬
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশ করা এক নথিতে বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধে আমেরিকা পিএসি বা পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে ৪ কোটি ৪০ লাখ ডলার দিয়েছেন ধনকুবের টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। রিপাবিলকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করছে এই গ্রুপ। খবর রয়টার্সের।
এর আগের প্রতিবেদনে দেখা যায়, ইলন মাস্ক গত জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে আমেরিকা পিএসি গ্রুপকে ৭ কোটি ৫০ লাখ ডলার দিয়েছিলেন। এরপরই নতুন করে এই তথ্য প্রকাশ্যে এলো।
রয়টার্স বলছে, যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে আমেরিকা পিএসি সেসব অঙ্গরাজ্যে ভোটারদের ট্রাম্পের পক্ষে আনতে কাজ করছে। সেসব রাজ্যেই পিএসি অক্টোবরের প্রথমার্ধে ৪ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করেছে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, আলাদাভাবে ট্রাম্পের প্রচারশিবির চলতি মাসের প্রথমার্ধে বিজ্ঞাপনে ৮ কোটি ৮০ ডলার ব্যয় করেছে। চূড়ান্ত প্রচারের জন্য তাদের এখনো ৩ কোটি ৬০ লাখ রয়েছে।
তবে কমলা হ্যারিসের প্রচারশিবির চলতি মাসের প্রথমার্ধের নির্বাচনী তহবিলের হিসাব এখনো নির্বাচন কমিশনে জমা দেয়নি। তবে পূর্বের দেওয়া হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে ট্রাম্পের চেয়ে তারা অনেক বেশি অর্থ খরচ করেছে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে বিভিন্ন জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে কে জিততে যাচ্ছেন তা বলা অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন- তা জানতে আগামী নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.