11/25/2024 নেতানিয়াহুকে থামার পরামর্শ দিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন
মুনা নিউজ ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ১৮:০৯
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ২২ অক্টোবর দেশটিতে সফরে যান। প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলাপ করেন। এ বৈঠকে গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জোট গঠন নিয়েও আলোচনা হয় দুই নেতার মধ্যে।
তবে ইসরায়েলের এক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ব্লিনকেনের কথায় পাত্তা দেননি নেতানিয়াহু। ব্যক্তিগত মিটিংয়ে উত্তরাঞ্চলীয় গাজাকে বিচ্ছিন্ন করবেন না বলে ব্লিনকেনকে আশ্বস্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে সে কথা প্রকাশ্যে ঘোষণা করতে রাজি হননি তিনি। উভয় নেতাই স্বীকার করেন, হামাসের নেতা ইয়াহহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ড জিম্মিদের মুক্তির রাস্তা খুলে দিয়েছে। তবে এ নিয়ে অচলাবস্থা রয়েই গেছে।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর মিলে কয়েক মাস ধরে একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছে। তবে ইসরায়েল বা হামাস কেউই তাদের অবস্থান থেকে নমনীয়তা দেখাচ্ছে না। বিশেষ করে, হামাস কোনো কোনো ইস্যুতে রাজি হলেও, তাতে বেঁকে বসে ইসরায়েল। এমতাবস্থায় গেল সপ্তাহে সিনওয়ার নিহত হওয়ায় ইসরায়েলের বড় বিজয় মনে করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন মঙ্গলবারের ওই বৈঠকে নেতানিয়াহুকে সে কথাই স্মরণ করিয়ে দেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.