04/10/2025 ট্রাম্প একজন ফ্যাসিস্ট এবং প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য : কমলা হ্যারিস
মুনা নিউজ ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ১৮:০৩
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেলাওয়ারে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এ কথা বলেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দিয়েছেন।
কয়েক দিন আগে ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ তাঁকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছিলেন। আর গতকাল বুধবার সিএনএনের টাউন হল অনুষ্ঠানে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার উত্তরে এ মন্তব্য করেন।
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, ট্রাম্প একবার তাঁকে বলেছিলেন যে, ‘আপনি জানেন, হিটলারও কিছু ভালো কাজ করেছিলেন।’ বিষয়টি তুলে ধরে সিএনএনের উপস্থাপক অ্যান্ডারসন কুপার কমলা হ্যারিসের কাছে জানতে চান, ‘তিনি কি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে মনে করেন?’ জবাবে কমলা বলেন, ‘হ্যাঁ, আমি এমনটা মনে করি।’
কমলা হ্যারিস আরও বলেন, ‘আমি এটাও বিশ্বাস করি যে, এ বিষয়ে যারা তাঁকে (ট্রাম্পকে) সবচেয়ে ভালো চেনেন, তাদের কথা আমাদের বিশ্বাস করা উচিত।’
একই সঙ্গে কমলা হ্যারিস আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে যাঁরা সবচেয়ে ভালো চেনেন, যাঁরা তাঁর সঙ্গে হোয়াইট হাউসে, সিচুয়েশন রুমে, ওভাল অফিসে কাজ করেছেন; সব রিপাবলিকান, যাঁরা তাঁর প্রশাসনে কাজ করেছেন, সাবেক চিফ অব স্টাফ, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং তাঁর ভাইস প্রেসিডেন্ট, সবাই তাঁকে অযোগ্য এবং বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.