11/23/2024 রাশিয়ার পক্ষে ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
মুনা নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৪ ২১:৫১
উত্তর কোরিয়ার রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনে সেনা পাঠানোর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে মিলে ইউক্রেনে সেনা পাঠানোর উদ্যোগ নিলে- তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে।
তিনি বলেন, আমরা কিছু প্রতিবেদন দেখেছি যে, উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠাচ্ছে এবং আরও সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি যদি সত্য হয়, তবে তা অত্যন্ত বিপজ্জনক এবং উদ্বেগজনক একটি পদক্ষেপ। এটি উত্তর কোরিয়া-রাশিয়ার সামরিক সম্পর্কের একটি স্পষ্ট গভীরতা নির্দেশ করে।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার বিষয়টি প্রথমে সামনে আনে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের মতে, উত্তর কোরিয়া প্রায় ১২ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে, যার মধ্যে ১ হাজার ৫০০ জন বিশেষ বাহিনীর সদস্য এরই মধ্যে রাশিয়ার দূরপ্রাচ্যে প্রশিক্ষণ নিচ্ছেন।
জাতিসংঘে ফ্রান্সের দূত নিকোলা ডি রিভিয়ের বলেছেন, উত্তর কোরিয়ার সেনা পাঠানো আরও একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে, যা যুদ্ধের মাত্রাকে আরও বাড়াবে। তিনি আরও বলেন, রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সহায়তা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।
তবে, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানিয়েছেন, আমরা এখনো এই প্রতিবেদনগুলো যাচাই করছি এবং আমাদের মিত্রদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, এর আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছিল, যা ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোকে আরও সতর্ক করে তোলে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.