11/22/2024 নীতি সুদহার আবারও বাড়াল বাংলাদেশ ব্যাংক
মুনা নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৪ ১৯:৩১
মূল্যস্ফীতির লাগাম টানতে আবারও নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এই নীতি সুদহার আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে।
এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫ শতাংশ করে। গত মাসের শেষদিকে এই সুদহার বাড়ানো হয়।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও দুই দফায় নীতি সুদহার বাড়ানো হবে বলে গত মাসেই জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে (গত মাসে) একবার নীতি সুদহার বাড়ানো হবে। আগামী মাসেও বাড়ানো হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.