11/22/2024 যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্ককে ‘চমৎকার’ বললেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৪ ২০:২১
যুক্তরাষ্ট্র-সৌদি আরবের সম্পর্ককে চমৎকার বলে উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবভিত্তিক সংবাদপত্র আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট থাকাকালে সৌদির সাথে যুক্তরাষ্ট্রের দারুণ সম্পর্ক ছিল। আজো তা অক্ষত এবং মজবুত রয়েছে।
২১ অক্টোবর, সোমবার রাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প সৌদি নেতৃত্ব এবং সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, তার সরকারের অধীনে এই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে পারে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারের অধীনে তা ভালো হবে বলে মনে করেন না তিনি।
এ সময় তিনি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি শ্রদ্ধাও প্রকাশ করেন। ক্রাউন প্রিন্সের বিশ্বব্যাপী স্বীকৃতি এবং কার্যকর নেতৃত্বের কথাও তুলে ধরেন। ট্রাম্প তাকে একজন সত্যিকারের দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন। একইসাথে তার উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন ও দুর্দান্ত সব সিদ্ধান্তেরও প্রশংসা করেন।
সূত্র : জেরুসালেম পোস্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.