11/14/2024 কমলার কটাক্ষের জবাবে যা বললেন ডোনাল্ড ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪ ২০:৪১
শুক্রবার মিশিগানে কমলা রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, সংবাদমাধ্যমে ট্রাম্পের সাক্ষাৎকার বাতিল করার খবর আসছে, কারণ তিনি ক্লান্ত।
গ্র্যান্ড র্যাপিডসের জনসভায় কমলা বলেন, এটা একটি উদ্বেগের বিষয়। যদি তিনি শেষ দিকের নির্বাচনি প্রচারের ধকল সহ্য করতে না পারেন, তিনি কি তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম হবেন?
শুক্রবার ট্রাম্পও মিশিগান অঙ্গরাজ্যে যান। ডেট্রয়েটে তিনি সাংবাদিকদের বলেন, এখন থেকে ৪৮ দিন ধরে আমি বিশ্রামহীন চলছি। আমি একটুও ক্লান্ত নই। আমি খুবই উচ্ছ্বসিত। কেন জানেন? আমরা কমলাকে ভোটে শেষ করছি। কারণ আমেরিকার মানুষ তাকে চায় না।
ট্রাম্প সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকার ও বিতর্ক অনুষ্ঠানের প্রস্তাব এড়িয়ে গেছেন। তার নির্বাচনী শিবির থেকে এর কারণ জানানো হয়নি।
আগামীকাল রোববার ৬০ বছরে পা দিচ্ছেন কমলা। ট্রাম্পের বয়স ৭৮ বছর। এবারের নির্বাচনী প্রচারের শুরু থেকেই বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। বাইডেনের বয়স ৮১ বছর। বয়সজনিত সমালোচনার কারণেই পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। তার জায়গায় ডেমোক্রেটিক দলের প্রার্থী হন কমলা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.