04/03/2025 রাতের আকাশে বিরল দৃশ্যের সাক্ষী হচ্ছেন কোটি মানুষ
মুনা নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪ ২২:০৫
কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের কোটি মানুষ মহাজাগতিক বেশ কয়েকটি বিরল দৃশ্য প্রত্যক্ষ করেছে। এখনও দেশটির আকাশে আরও একটি চমকপ্রদ দৃশ্য দেখা যাচ্ছে। উপসাগরীয় দেশটির মহাকাশপ্রেমীরা চাঁদকে স্বাভাবিকের তুলনায় বড় দেখছেন। এর কারণ হলো তারা 'বছরের সবচেয়ে বড় সুপারমুন' দেখছেন।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার উদিত এই বিশেষ চাঁদটি শুক্রবার এবং শনিবার একই রকমভাবে উজ্জ্বল এবং পৃথিবীর অনেক কাছে দেখা যাবে। এমনটাই জানিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের অপারেশন ম্যানেজার খাদিজা আল হারিরি। খবর খালিজ টাইমসের।
সুপারমুন দেখা যায় তখন যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে চাঁদ, ফলে এটিকে স্বাভাবিকের তুলনায় অনেক বড় দেখায়। খাদিজা আরও জানান, এই নৈকটত্বের কারণে চাঁদ মানুষের চোখে আরও উজ্জ্বল দেখাবে।
হান্টার মুন নামের এই সুপারমুন অতিপ্রত্যাশিত শীত মৌসুম নিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের চারটি হান্টার মুনের মধ্যে এটি হচ্ছে তৃতীয় এবং সর্বোচ্চ উজ্জ্বল চাঁদ। সন্ধ্যায় যখন এই চাঁদটি দেখা যাবে তখন একে অনেকটা কমলা রঙের আভা-সমেত দেখা যাবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.