04/03/2025 মুনা ব্রুকলীন সাউথ চ্যাপ্টারের উদ্যোগে এডুকেশন সেশন অনুষ্ঠিত
মুনা নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪ ১৩:৩৩
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা ব্রুকলীন সাউথ চ্যাপ্টারের উদ্যোগে এডুকেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ অক্টোবর মঙ্গলবার ব্রুকলিন ইসলামিক সেন্টারে (বিআইসি) এই এডুকেশন সেশনের আয়োজন করা হয়।
এডুকেশন সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিল কখন জান্নাতে যাবে। আমরাও জান্নাত চাই, তার জন্য যা করার দরকার আমরা তা করবো। আনুগত্যের বিষয়ে তিনি বলেন, ভালো কাজে আনুগত্য করতে হবে অন্যায় কাজে নয়, এবং সীমালঙ্ঘনের ক্ষেত্রে আনুগত্য করা যাবেনা।
এডুকেশন সেশনে আরো বক্তব্য রাখেন সাউথ জোন সভাপতি সাফায়াত হোসেন সাফা, মুনা ন্যাশনাল ডিরেক্টর সোশ্যাল সার্ভিস আবদুল্লাহ আল আরিফ, মুনা ব্রুকলীন সাউথ চ্যাপ্টার সেক্রেটারী মুসলিম উদ্দিন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চ্যাপ্টার সভাপতি হাসান সরোয়ার্দীন এবং যৌথ পরিচালনা করেন ইমাম জুনাইদ হোসেন ও জাকারিয়া ভুইয়া।
এডুকেশন সেশনে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মুনা নিউইয়র্ক সাউথ জোন সেক্রেটারী মাওলানা এমদাদ উল্লাহ।
শহীদ উল্লাহ কাইছার
নিউইয়র্ক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.