04/03/2025 জাতিসংঘের ওপর ক্ষোভ ঝাড়লেন এরদোগান
মুনা নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১৯:১৪
লেবাননে ইসরাইলের আক্রমণ থেকে জাতিসংঘ তার কর্মীদের রক্ষা করতে পারছে না বলে অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি উদ্বেগজনক। জাতিসংঘকে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। খবর আনাদোলু এজেন্সির।
১৪ অক্টোবর, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন, ‘জাতিসংঘ নিজের কর্মীদেরও রক্ষা করতে পারে না, তা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য লজ্জা ও উদ্বেগের কারণ।"
তিনি আরও বলেন, ‘আসলে আমরাও অবাক হয়েছি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরাইলকে থামানোর জন্য অপেক্ষা করছে’।
এরদোগান বলেন, আগ্রাসী মনোভাবের কারণে এই অঞ্চল ‘ইসরাইলের আগুন জ্বলেছে। লেবাননে ইসরাইলের সাম্প্রতিক আক্রমণ আবারও প্রমাণ করেছে আমাদের উদ্বেগ কতটা যৌক্তিক’। একইসঙ্গে ইসরাইলের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে তেল আবিবকে সতর্ক করেছেন এরদোগান।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের (ইউএনআইএফআইএল) বিরুদ্ধে ইসরাইলের ‘দস্যুতা’ কর্মকাণ্ডকে শুধুই দেখে যাচ্ছে। জাতিসংঘের তৎপরতাকে ‘নপুংসকতা’ বলে অভিহিত করেন এরদোগান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.