11/24/2024 হিজবুল্লাহের আক্রমণের ভয়ে নিরাপদ স্থানে ঢুকলেন নেতানিয়াহু
মুনা নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১৮:২৪
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য আক্রমণের ভয়ে দক্ষিণ ইসরাইলের একটি হাসপাতালের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে।
১৪ অক্টোবর, সোমবার সন্ধ্যায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হঠাৎ সাইরেন বেজে উঠলে খুব দ্রুতই তাকে হাসপাতালের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম কান।
কান জানিয়েছে, গত সন্ধ্যায় হিজবুল্লাহর যোদ্ধাদের আক্রমণে আহত ইসরাইলি সৈন্যদের দেখতে হিল্লেল ইয়াফি হাসপাতালে অবস্থান করছিলেন নেতানিয়াহু। এ সময় হঠাৎ করেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক নেতানিয়াহুকে হাসপাতালের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা রক্ষীদের ধারণা ছিল সম্ভাব্য হিজবুল্লাহ কর্তৃক মিসাইল হামলার কারণে এই সাইরেন বেজে উঠেছে।
উল্লেখ্য, গত রবিবার হিজবুল্লার যোদ্ধাদের ড্রোন হামলায় চারজন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরো ৪১ জন।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.