11/24/2024 এমডি ছাড়া চলছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক
মুনা নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১৮:০৬
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়াই প্রায় এক মাস ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।
এসব ব্যাংকের এমডিদের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করে গত ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। জবাবে ব্যাংকগুলোর চেয়ারম্যানরা দ্রুত নতুন এমডি নিয়োগের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৪ অক্টোবর, সোমবার সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারা যত দ্রুত সম্ভব এমডির শূন্য পদ পূরণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত একজন চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে, তারা আনুষ্ঠানিকভাবে নতুন এমডি নিয়োগের অনুরোধ করেছেন এবং অর্থ উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি বিবেচনা করা হবে।
১৯ সেপ্টেম্বরের চিঠির পর থেকে এমডিদের আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করেছে। যার ফলে ব্যাংকগুলো তাদের শীর্ষ নির্বাহীদের ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে।
সূত্র : ইউএনবি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.