11/22/2024 ফ্লাইটে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান
মুনা নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪ ১৭:০১
ইরান সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে শনিবার এ তথ্য জানা গেছে। লেবাননে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার কয়েক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নিল দেশটি, যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোকে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থা ইসনা বলেছে, ‘মোবাইল ফোন ছাড়া যেকোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ফ্লাইটের কেবিনে অথবা মালপত্রের সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে।’
এই সিদ্ধান্তটি ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে লেবাননে সন্ত্রাসী হামলার তিন সপ্তাহের বেশি সময় পর এলো, যেখানে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হয়ে অন্তত ৩৯ জন নিহত এবং প্রায় তিন হাজার মানুষ আহত হয়। ইরান ও হিজবুল্লাহ এ হামলার জন্য ইসরায়েলের ওপর দায় চাপিয়েছে।
এর আগে মাসের শুরুর দিকে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস তাদের বিমানগুলোতে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে।
লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীগুলোও এতে জড়িয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি এয়ারলাইন ইরানে ফ্লাইট স্থগিত করেছে। তেহরানের ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
ইরান অঞ্চলটিতে তেহরান সমর্থিত সশস্ত্র নেতা ও ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক জেনারেলকে হত্যার প্রতিশোধ নিতে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়ে।
এরপর ইসরায়েল প্রতিশ্রুতি দেয়, তারা এ হামলার প্রতিশোধ নেবে। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, প্রতিশোধ ‘মারাত্মক, সুনির্দিষ্ট ও বিস্ময়কর’ হবে।
সূত্র : এএফপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.