11/22/2024 ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে : অর্থনীতিবিদ জেফ্রি শ্যাস
মুনা নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪ ১৩:১৮
যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ এবং বিশ্লেষক জেফ্রি শ্যাস তার এক বক্তৃতায় বলেছেন, ডলারকে কেবল মাত্র একটি পেমেন্ট মেকানিজম হিসাবে ব্যবহার করা হয় না বরং একে একটি অস্ত্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে। তিনি বলেছেন, আমেরিকার সরকার ডলারকে বিনিময়ের মাধ্যম বা রিজার্ভ মুদ্রা হিসাবে ব্যবহার করার পরিবর্তে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। খবর আল-মায়াদিন টিভির।
জেফ্রি শ্যাস একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে এ কথা বলেছেন।
শ্যাস আমেরিকান সরকারের মাধ্যমে- ইরান, রাশিয়া, ভেনিজুয়েলা,আফগানিস্তান এবং অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করার দিকে ইঙ্গিত করে জোর দিয়ে বলেন, পদক্ষেপগুলোর মাধ্যমে ডলারকে একটি অস্ত্র হিসেবে রূপান্তর করা হয়েছে।
আমেরিকান এই অর্থনীতিবিদ ব্যাখ্যা করেছেন, একজন প্রেসিডেন্ট একাই আদেশে স্বাক্ষর করতে পারেন এবং রাশিয়াসহ বিভিন্ন দেশের বিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন।এইভাবে আমেরিকার মুদ্রাকে রাজনৈতিক আগ্রাসনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, এখন দেশগুলোর প্রয়োজন নন-ডলার পেমেন্ট মেকানিজম। স্যাশ জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের প্রধান।
তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের মানদণ্ডের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো সম্পূর্ণ ভুল এবং অবৈধ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.