11/24/2024 আমেরিকান বাজারে পোশাক রপ্তানিতে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ
মুনা নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৪ ১৯:৪৪
চলতি বছরের প্রথম আট মাসে আমেরিকার বাজারে মোট ৪৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ১৬ শতাংশ কমে গেছে দেশটির পোশাক রপ্তানি।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্যই উঠে এসেছে।
বাজারটিতে বাংলাদেশসহ শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশেরই রপ্তানি কমেছে। তবে অন্যদের তুলনায় বাংলাদেশের রপ্তানি অনেক বেশি কমেছে।
অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে ৫ হাজার ১৩০ কোটি ডলারের পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ১১ শতাংশ কম। তৈরি পোশাকে আমেরিকায় বাংলাদেশের বাজার হিস্যা এখন ৯ শতাংশ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.