11/23/2024 যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখান করেছে দুই মুসলিম রাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৪ ১৮:০২
যুক্তরাষ্ট্রের কূটকৌশল ঠেকাতে জোটবদ্ধ হয়েছে দুই মুসলিম রাষ্ট্র।
যুক্তরাষ্ট্র পরিকল্পনা করছে, প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিকভাবে উৎখাত করতে। তাই ওয়াশিংটন চাচ্ছে, লেবাননে নির্বাচন অনুষ্ঠিত হোক।
প্রায় দুই সপ্তাহ ধরে লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে দেশটির শীর্ষ নেতৃত্বের অনেকেই প্রাণ হারিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র কৌশলে প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিকভাবে মোকাবিলার প্রস্তাব দিয়েছে। অবশ্য তাতে বাঁধ সেধেছে কিছু আরব দেশ। তারা বলছে, এ ধরনের পরিকল্পনা অবাস্তব, এমনিক বিপজ্জনকও।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের বরাতে ওই খবর প্রকাশ করেছে মধ্রযপ্রাচ্যের একটি গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে কাতার, মিসর ও সৌদি আরবের নেতাদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। লেবাননে নতুন একটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি চাইছেন, তার এমন প্রস্তাবে আরব নেতারা সমর্থন করুক। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এটাই উকৃষ্ট সমাধান বলে মনে করছে ওয়াশিংটন। এমন প্রস্তাবে সৌদি সমর্থন করলেও পিছু হটেছে কাতার ও মিসর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.