04/10/2025 ‘মিল্টনের’ হাত থেকে রেহাই পেলেন বিমানের যাত্রীরা
মুনা নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৪ ১৯:২৪
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী হারিকেন মিল্টন। বুধবার ৯ অক্টোবর গভীর রাতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। বর্তমানে ক্যাটাগরি-৪ হারিকেন রূপ নিয়েছে মিল্টন। এরই মধ্যে একটি বিমান ঘূর্ণিঝড় মিল্টনের কবলে পড়েছিল।
বিমানটি রীতিমতো ঘূর্ণিঝড়ে কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন প্লেনের যাত্রীরা।
আন্তর্জাতিক এক প্রতিবেদন জানিয়েছে, হারিকেন মিল্টনের তথ্য সংগ্রহে এর ভেতর বিমান নিয়ে প্রবেশ করেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের কয়েকজন কর্মী। তারা ২৭০ কিলোমিটার বাতাসের গতিকে পাশ কাটিয়ে হারিকেন মিল্টনের একেবারে কেন্দ্রে চলে গিয়েছিলেন। তখন বাতাসের ধাক্কায় প্রবল ঝাঁকুনি খাচ্ছিল বিমানটি।
তবে শেষ পর্যন্ত নিরাপদেই বেঁচে ফিরেছেন ওই বিমানের যাত্রীরা। এমন দুঃসাহসী অভিযান চালানো বিজ্ঞানীরা হারিকেন হান্টার হিসেবে পরিচিত। তারা সামুদ্রিক ঝড়ের খুব কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় মিল্টনের প্রভাবে জীবন-হুমকি সৃষ্টিকারী প্রভাব তৈরি হওয়ার শঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.