11/23/2024 শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা
মুনা নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৪ ০৮:১৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমানে তার অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিশ্চিত কোনো খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
৮ অক্টোবর, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। কনফারমেশন (নিশ্চয়তা) কেউ দিতে পারেনি।
তৌহিদ হোসেন বলেন, মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে, উনি আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা রিকনফার্ম (নিশ্চিত) হতে পারিনি।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছেন। তাদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়ে থাকে। এটা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়।
যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠাল কিনা-এমন প্রশ্নে উপদেষ্টা বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে জানতে প্রশ্ন করা সাংবাদিককে পরামর্শ দেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.