11/22/2024 বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই: জামায়াতের আমির
মুনা নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৪ ০৮:৫৮
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণহত্যার সঙ্গে যুক্তদের বিচার করতে হবে, তবে তাদের বিচার ন্যায়সঙ্গত হতে হবে। কারো পক্ষে না গিয়ে সরকার নিরপেক্ষ থেকে কাজ করবে, তাই আমাদের প্রত্যাশা।’
বাংলাদেশের স্থানীয় সময় শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
এ ছাড়া বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। ৯ তারিখে নির্বাচন নিয়ে জামায়াতের প্রস্তাবনা তুলে ধরা হবে। একটা রোডম্যাপ হবে সংস্কারের। আরেকটি নির্বাচনের। আর সরকার এবং জনগণ মিলে কাজ করলে চমৎকার দুর্গাপূজা হবে বলেও জানান তিনি।
এর আগে দুপুর আড়াইটায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ছয় সংস্কার কমিশন এবং আগামী নির্বাচন নিয়ে সরকারের মনোভাব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইউনিয়ন পরিষদ বাতিল, প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের সরানো এবং ৩০ বিচারককে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করল বিএনপি।
রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তৃতীয় দফায় সংলাপ শুরু হয়েছে। বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আজ শনিবার দুপুরের পর এই সংলাপ শুরু হয়। এরপর জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে যান ৭ সদস্যের প্রতিনিধি দল।
সংলাপে অন্য উপদেষ্টারাও রয়েছেন। বিএনপির পর জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, এবি পার্টি সংলাপে যোগ দেওয়ার কথা রয়েছে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে দুদফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় হয়েছে। সর্বশেষ গত ৩১ আগস্ট আলোচনা করেন ড. ইউনূস। এবারের আলোচনার মুখ্য বিষয় হবে, ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.