11/24/2024 ইয়েমেনের হুতিদের ১৫ নিশানায় যুক্তরাষ্ট্রের হামলা
মুনা নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৪ ০৮:২৭
মধ্যেপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আবার ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে এ হামলা চালানো হয়েছে।
০৫ অক্টোবর শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যমেরর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা হুতিদের অন্তত ১৫টি নিশানায় হামলা চালিয়েছে। পেন্টাগন জানিয়েছে, যুদ্ধবিমান ও রণতরী ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। মূলত জাহাজ চলাচল ব্যবস্থার সুরক্ষায় এ হামলা চালানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে ০৩ অক্টোবর বৃহস্পতিবার ব্রিটেনের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুথিদের উপশাখা আনসারুল্লাহ। যেখানে দাবি করা হয়- তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কার কোরডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে। ভিডিওতে দেখা যায়, একটি চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে, সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। আগুন ও ধূয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ।
হামলার বিষয়টি নিশ্চিত করে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও। তারা জানায়, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে। যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার-ফ্ল্যাগযুক্ত ছিল।
হুতিদের আক্রমণে ট্যাঙ্কারের জ্বালানি ট্যাংক মারাত্মকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তবে, ক্রুরা অক্ষত রয়েছেন। সবশেষ খবরে বলা হয়েছে, এটি আশপাশের নিরাপদ কোনো বন্দরে নোঙর করাতে নিয়ে যাওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় ১০০ জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।
হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.