11/22/2024 ১২ হাজার ভরি সোনা হারানোর ঘটনা ২০২০ সালের: বাংলাদেশ সমবায় ব্যাংক
মুনা নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৪ ০৮:৪৭
সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় ১২ হাজার ভরি সোনাসংক্রান্ত অনিয়ম নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে সেটি ২০২০ সালের ঘটনা বলে দাবি করেছে বাংলাদেশ সমবায় ব্যাংক।
০২ অক্টোবর বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সমবায় ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে গ্রাহকদের বন্ধককৃত সোনা শতভাগ নিরাপদ ও ব্যাংকের ভল্টে হেফাজতে রয়েছে। এ জন্য গ্রাহকদের আতংকিত ও বিচলিত হওয়ার কোনো কারণ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সমবায় ব্যাংক ১৯৫৮ সাল থেকে সদস্য সমবায় সমিতির অনুকূলে এবং ২০০৯ সাল থেকে মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজস্ব কাউন্টারের মাধ্যমে সোনা বন্ধক রেখে ঋণ প্রদান করে আসছে। ব্যাংকের সদস্য সমবায় সমিতি নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড ১৯৫৮ সাল থেকে তাদের সদস্যদের সোনা সমবায় ব্যাংক লিমিটেড এ পুনঃবন্ধক রেখে ঋণ গ্রহণ করত।
গ্রাহকদের সোনা অত্যন্ত যত্নসহকারে এবং নিরাপত্তার সাথে ব্যাংকের নিজস্ব ভল্টে সংরক্ষণ করা হয়। বিভিন্ন অনিয়মের কারণে ২০১৪ সালে নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড বন্ধ হয়ে গেলে ওই প্রতিষ্ঠান সমবায় ব্যাংকে তাদের পুনঃবন্ধককৃত বিপুল পরিমাণ সোনা ফেরত নিতে পারেনি।
ব্যাংকের তৎকালীন নেতৃত্বে ব্যাংকের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ২০২০ সালে উচ্চমূল্যে বিক্রয়লব্ধ অর্থ আত্মসাৎ করে। ওই অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক মামলা চলমান আছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.