11/23/2024 জুমার দিনে হবে হাসান নাসরাল্লাহর জানাজা
মুনা নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৪ ০৫:০৮
লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহর জানাজা ও দাফন ০৪ অক্টোবর, শুক্রবার জুমার দিন অনুষ্ঠিত হবে। ইরাকি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
০৩ অক্টোবর, বৃহস্পতিবার ভোরে একটি অজ্ঞাত বিশেষ সূত্রের বরাত দিয়ে সাবরিন নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার হিজবুল্লাহ প্রধানের দাফন অনুষ্ঠিত হবে। তবে তার জানাজার সময় এবং দাফনের স্থান সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি।
গত ২৭ সেপ্টেম্বর, শুক্রবার লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। ২৮ সেপ্টেম্বর, শনিবার ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সপ্তাহ দুয়েক ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন।
অবশ্য প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। নাসরাল্লাহকে মারার পর আরও আত্মবিশ্বাসী ইসরায়েল এখন লেবাননে স্থল অভিযান শুরু করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.