11/24/2024 ইসরাইলে ইরানের হামলা ঠেকাতে আমেরিকান বাহিনীকে বাইডেনের নির্দেশ
মুনা নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৪ ১১:১২
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রতিরক্ষায় আমেরিকান সামরিক বাহিনীকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ১ অক্টোবর মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা পর্যবেক্ষণ করছেন এবং তাদের জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে নিয়মিত আপডেট নিচ্ছেন।
বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্রকে ‘পরাজিত এবং অকার্যকর’ হিসাবে বর্ণনা করেছেন।
ওই মুখপাত্র আরো বলেন, বাইডেন আমেরিকান সামরিক বাহিনীকে ইরানের হামলা মোকাবিলা ও ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরাইলকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে ইসরাইলকে লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করার পর যুক্তরাষ্ট্র থেকে এ বিবৃতি এল।
সূত্র : সিনহুয়া/ইউএনবি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.