11/24/2024 জাপানে রানওয়ের কাছে যুক্তরাষ্ট্রের বোমা বিস্ফোরণ
মুনা নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৪ ০৮:২৪
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আঞ্চলিক বিমানবন্দরে রানওয়ের কাছে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। পরে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় এবং এতে প্রায় ৯০টি ফ্লাইট বাতিল হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আমেরিকান বোমাটি সম্ভবত ‘কামিকাজে’ হামলা প্রতিরোধে ফেলা হয়েছিল, যা এত দিন অবিস্ফোরিত অবস্থায় ছিল।
জাপানের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, ২ অক্টোবর বুধবার বোমা বিস্ফোরণে রানওয়ের পাশের ট্যাক্সিওয়েতে ২৩ ফুট চওড়া এবং ৩.২ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়, যার কারণে মিয়াজাকি বিমানবন্দর তার রানওয়ে বন্ধ করে দেয়।
জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের বোমা নিষ্ক্রিয়করণ দল পরে নিশ্চিত করে, বিস্ফোরণের কারণ ছিল একটি পুরনো আমেরিকান বোমা, যা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান হামলার সময় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এ ছাড়া দমকল বিভাগের মুখপাত্র জানান, তারা স্থানীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিটে বিমানবন্দর থেকে ফোন পায়। তাদের ধোঁয়া ওড়ার কথা জানানো হয়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে স্থানীয় সম্প্রচার মাধ্যম এমআরটি জানিয়েছে, লাইভ ক্যামেরার ফুটেজে বিস্ফোরণের মাত্র দুই মিনিট আগে একটি বিমানকে কাছাকাছি সরাতে দেখা গেছে।
এদিকে রানওয়ে বন্ধ হওয়ার ফলে ৮৭টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইট থেকে জানা যায়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলো জেএএল, এএনএ এবং অন্যান্য এয়ারলাইনসের ছিল, যেগুলো মিয়াজাকিকে টোকিও, ওসাকা ও ফুকুওকার মতো শহরের সঙ্গে সংযুক্ত করে।
এ ছাড়া জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, আর কোনো বিস্ফোরণের আশঙ্কা নেই। রানওয়ে মেরামতের কাজ চলছে এবং বৃহস্পতিবার সকাল নাগাদ গর্তটি পূরণ করা হবে।
মিয়াজাকি সিটির ওয়েবসাইট অনুসারে, কিউশু দ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত মিয়াজাকি বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে শত শত তরুণ ‘কামিকাজে’ পাইলট তাদের চূড়ান্ত মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে এর আগেও অনেক অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। যুদ্ধ শেষ হওয়ার ৭৯ বছরেরও বেশি সময় পরও জাপানের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমা পাওয়া যায়।
২০২৩ অর্থবছরে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স ৩৭.৫ টন ওজনের দুই হাজার ৩৪৮টি বোমা নিষ্ক্রিয় করেছে।
সূত্র : রয়টার্স, এএফপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.