11/23/2024 নিরাপত্তার দিক দিয়ে শীর্ষে চার মুসলিম দেশ
মুনা নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:২৬
একটি দেশে বসবাসকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। আর নিরাপত্তার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ কুয়েতের নাম। এই তালিকায় স্থান পেয়েছে আরো তিনটি মুসলিম দেশের নাম। যার মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক আমেরিকান পোলিং সংস্থা ‘গ্যালাপ’ এই রিপোর্ট প্রকাশ করে।
গ্যালাপের রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে জননিরাপত্তার দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ কুয়েত। এর পরের অবস্থানটি সিঙ্গাপুরের। তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। ৫ম স্থানে রয়েছে আরো একটি মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের নাম।
প্রসঙ্গত, নিজ নিজ দেশের মানুষের দেওয়া ভোটের উপর ভিত্তি করে রিপোর্টটি তৈরি করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী কুয়েতের ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা নিজেদের দেশের বিভিন্ন এলাকায় মধ্য রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। সৌদি আরবের ৯২ শতাংশ মানুষ নিজেদের নিরাপত্তার কথা জানিয়েছেন। ৯০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পক্ষে। এছাড়াও এই তালিকায় রয়েছে অন্য একটি মুসলিম দেশ বাহারাইনের নাম। ৮৭ শতাংশ মানুষ বাহারাইনের নিরাপত্তার পক্ষে ভোট দিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.